শহরের লোকপুরে দেওয়াল ধসে মৃত এক নির্মাণ শ্রমিক। আহত এক আরও নির্মাণ শ্রমিক ও মাছ বিক্রেতা মহিলা সহ ২ জন হাসপাতালে ভর্তি ।

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাড়ীর সীমানার প্রাচীর আচমকা ধসে গিয়ে মৃত্যু হল এক নির্মাণ শ্রমিকের। আহত আরও এক শ্রমিক ও এক মহিলা মাছ বিক্রেতা। তাদের বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে।
আজ এই ঘটনার জেরে ব্যপক চাঞ্চল্য ছড়ায় শহরের লোকপুর এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোকপুরে একটি বাড়ীতে দোতলা তৈরীর কাজ চলছিল। তার জন্য প্রচুর পরিমানে বালি রাস্তার ধারে সীমানা প্রাচীরের গায়ে নামানো ছিল। সেই বালি সরানোর কাজ করছিল ধীরেন পাল ও ঝন্টু তেওয়ারী নামে দুই শ্রমিক।আচমকা বালির চাপে হুড়মুড়িয়ে সীমানা প্রাচীর ধাসে গেলে চাপা পড়ে যায় ধীরেন। এবং আহত হয় আর এক শ্রমিক ঝন্টু এবং রাজগ্রামের বাসিন্দা মুকুল মল্ল নামে এক মাছ বিক্রেতা। খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছয় দমকল ও সদর থানার পুলিশ।
তিন জনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারা ধীরেন পাল(৩৬) কে মৃত বলে ঘোষনা করে। মৃত ধীরেন বাবু ওন্দা থানার হরিহার গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
আর এক আহত শ্রমিকের বাড়ি ওন্দার প্রতাপপুর গ্রামে।
দূর্ঘটনার পর জেসিবি দিয়ে প্রাচীরের ভগ্নাঅবশেষ সরিয়ে রাস্তায় চলচলের পরিস্থিতি ফিরিয়ে আনে।
#দেখুন ভিডিও।
[embed]