খেলা

বিষ্ণুপুরে বি পি আই ই গ্রুপের কলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন কারিগরী শিক্ষা মন্ত্রী পূর্ণেন্দু বসু।

বিষ্ণুপুরে বি পি আই ই গ্রুপের কলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন কারিগরী শিক্ষা মন্ত্রী পূর্ণেন্দু বসু।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বি.পি.আই.ই. গ্রূপ অব্ ইনস্টিটিউট এর দ্বি-বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানিক সূচনা হল শুক্রবার। ২৫ ও ২৬ শে জানুয়ারি এই দুই দিন ধরে চলবে প্রতিযোগিতার আসর। বিষ্ণুপুরের শিরোমণিপুর বি.পি.আই.ই. কলেজ ক্রীড়াঙ্গনে শুক্রবার এই প্রতিযোগিতার উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের কারিগরী শিক্ষা দপ্তরের মন্ত্রী পূর্ণেন্দু বসু ।

এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের রাষ্ট্র মন্ত্রী শ্যামল সাঁতরা, বিষ্ণুপুর পৌরসভার পৌরপ্রধান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য্য, বাঁকুড়া জেলা পরিষদের সহ সভাধিপতি শুভাশিস বটব্যাল ও অন্যন্য সম্মানীয় অতিথিবৃন্দ ।

বি.পি.আই.ই. গ্রূপ পরিচালিত ১৩টি সরকারি আই টি আই (পি.পি.পি. মডেল)-এর ছাত্রছাত্রী, ৪টি বি.এড. কলেজ এবং ৪টি ডি.এল.এড. কলেজের শিক্ষক শিক্ষার্থী, ও পলিটেকনিকের ছাত্রছাত্রী ও পার্শ্ববর্তী ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়।

#দেখুন ভিডিও।[embed]

Next Story