বড়জোড়ায় কয়লা খনিতে ধস,উদ্ধার ৩ জনের মৃতদেহ। দাবী স্থানীয়দের।
BY Bankura 24x731 Jan 2019 1:51 PM IST
X
Bankura 24x731 Jan 2019 1:51 PM IST
#Breaking News: বাঁকুড়ার বড়জোড়ায় বাগুলিয়ায় বন্ধ থাকা কয়লা খনি ধসে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। কয়েক জন আহত বলেও সূত্রের খবর। স্থানীয়দের দাবী ইতিমধ্যেই তিন জনের মৃত দেহ উদ্ধার হয়েছে। মৃতদের মধ্যে দুজন পুরুষ ও একজন মহিলা বলে জানাগেছে। আরও এক জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই বন্ধ থাকা খোলামুখ খনি থেকে বেআইনী ভাবে দীর্ঘ দিন ধরে কয়লা তুলে রুজি রোজগার চালাত স্থানীয় বাসিন্দারা। রোজকার মতো পুরুষ ও মহিলা মিলে দলবেঁধে কয়লা তুলছিল এই খনি থেকে।আচমকা খনি ধসে এই বিপত্তি। ধসের খবর পেয়েই স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বড়জোড়া থানার পুলিশও।
🖐বিস্তারিত খবরের জন্য পরবর্তী আপডেটে নজর রাখুন।
Next Story