ব্রেকিং নিউজ

BREAKING NEWS : গঙ্গাজলঘাটি তে জোর ধাক্কা বিজেপির ! বন্ধের আগের দিন বিজেপির ৬ জয়ী গ্রাম পঞ্চায়েত সদস্য গেলেন তৃণমূলেে। আজ মাচানতলায়, বন্ধ বিরোধী সভা মঞ্চে তারা তৃণমূলে যোগ দিলেন। ফলে, এখানে বোর্ড গেল তৃণমুলের দখলে।

BREAKING NEWS :  গঙ্গাজলঘাটি তে জোর ধাক্কা বিজেপির ! বন্ধের আগের দিন বিজেপির ৬  জয়ী গ্রাম পঞ্চায়েত সদস্য  গেলেন তৃণমূলেে। আজ মাচানতলায়, বন্ধ বিরোধী সভা মঞ্চে তারা তৃণমূলে যোগ  দিলেন।  ফলে, এখানে বোর্ড গেল তৃণমুলের দখলে।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বিজেপির বাংলা বনধের ঠিক আগে তৃণমূল কংগ্রেস তাদের জোর ধাক্কা দিল!

এক,আধ জন নয়! একসাথে ৬ জয়ী পঞ্চায়েত সদস্যকে আজকের বনধ বিরোধী সভা মঞ্চে নিজেদের দলে ভিড়িয়ে তৃণমূল কংগ্রেস জেলায় বড়ো রাজনৈতিক চমক দিল!

জেলার গঙ্গাজলঘাটি গ্রাম পঞ্চায়েতের এই ৬ জন বিজেপি সদস্য : চঞ্চল নায়ক,সোনালী বাউরী,ঝর্ণা কুন্ডু,রীতা গোরক্ষী,শ্যামলী মাজি, ওসৌরভী সিনহা দল ত্যাগ করে তৃণমূলে যোগ দেওয়াই পঞ্চায়েতের বোর্ডও দখলে এল তৃণমুলের।

নির্বাচনে ১৬ আসনের এই পঞ্চায়েতে বিজেপি জয়ী হয় ৯ টি আসনে। আর তৃণমূলের দখলে যায় ৭ টি আসন। এদিন, বিজেপি ছেড়ে ৬ জন তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের আসন বেড়ে দাঁড়াল ১৩ টিতে।

সদ্য বিজেপি ত্যাগী সদস্য চঞ্চল নায়কের দাবী, বিক্ষুব্ধ তৃণমূলীরাই বিজেপির টিকিটে এখানে জেতে। এতে, বিজেপির কোন কৃতিত্ব নেই। এখন, ফের ঘরের ছেলেরা তৃণমুলে ফিরে আসায়, তৃণমূল আরও শক্তিশালী হল।পরে, বাকী তিনজনকেও তৃণমূলে যোগদান করিয়ে পঞ্চায়েত বিরোধী শূন্য হবে বলেও তিনি আশাবাদী।

এদিকে, বিজেপিকে এভাবে বড়ো ধাক্কা দিয়ে, এলাকায় বিজেপির সাংগঠনিক শক্তিতে ক্ষয় ধরিয়ে, লোক সভা ভোটের আগে, নিজেদের ভোট ব্যঙ্ক গড়তে অনেক খানি সফল হলেন তৃণমূল জেলা সভাপতি অরুপ খাঁ। এমনটাই জেলার রাজনৈতিক মহলের অভিমত।

যদিও, বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি স্বপন ঘোষের পাল্টা দাবী, যারা দল ছাড়লেন তারা বিজেপির প্রতীকে জয়ী হয়েছিলেন। অর্থাৎ, মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন। কোন ব্যক্তিকে নয়।

তাই, এই ব্যক্তিরা দল ছাড়লেও আমাদের আক্ষেপ নেই। কারণ, মানুষ আমাদের সাথে আছেন।

এখানে, ঘোড়া কেনা বেচার জন্য নির্দিষ্ট দিনে বোর্ড গঠন বাতিল করা হয়। তখনই আমরা টের পায় এই দল ত্যাগের নাটক মঞ্চস্থ করার পরিকল্পনা করেছে তৃণমুল। তবে এভাবে পঞ্চায়েত দখল করলেও বিজেপির সমর্থন এলাকায় কমবেনা বলেও দাবী করেন তিনি। [embed]

Next Story