রতনপুরে বিদ্যুতের দাবীতে পথ অবরোধ,বাঁকুড়া- ঝাড়গ্রাম রুটে যান চলাচল ব্যাহত।
BY Bankura 24x721 Jun 2019 5:11 PM GMT

X
Bankura 24x721 Jun 2019 5:11 PM GMT
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (অভিজিৎ ঘটক,রতনপুর) : টানা দু দিন ধরে এলাকায় বিদ্যুৎ না থাকায় অবশেষে রতনপুরে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় মানুষ। তার জেরে বাঁকুড়া — ঝাড়গ্রাম রুটে যান চলাচল ব্যাহত হয়ে পড়েছে। সৃষ্টি হয়েছে যানজটেরও। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশও।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]
Next Story