ব্রেকিং নিউজ

প্রয়াত প্রবীণ আলোকচিত্রী তথা চিত্র সাংবাদিক অজিত মিশ্র। আজ দুপুরে শহরের রামপুর মিশ্রপাড়ায় নিজ বাসভবনে তিনি মারা যান।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।

প্রয়াত প্রবীণ আলোকচিত্রী তথা চিত্র সাংবাদিক অজিত মিশ্র। আজ দুপুরে শহরের রামপুর মিশ্রপাড়ায় নিজ বাসভবনে তিনি মারা যান।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : চলে গেলেন জেলার প্রবীণ আলোকচিত্রী তথা চিত্র সাংবাদিক অজিত মিশ্র। আজ দুপুরে বাঁকুড়া শহরের রামপুর মিশ্র পাড়ায় নিজের বাসভবনে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।

পেশায় রেল কর্মী হলেও নেশা ছিল ছবি তোলা। কিশোর বয়সেই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও তোলেন তিনি। বিধান চন্দ্র রায়,ইন্দিরা গান্ধী,রাজীব গান্ধী সহ অনেক রাজনৈতিক ব্যক্তিদেরও দূর্লভ মূহুর্তের ছবি তিনি লেন্স বন্দি করেছিলেন।

জেলার স্বাধীনতা সংগ্রামী ও নানা মনীষীরও ছবি তার অ্যালবামেে রয়েছে। এমনকি জ্যোতি বসু,নরেন্দ্র মোদী,বুদ্ধদেব ভট্টাচার্য,মমতা বন্দ্যোপাধ্যা, রাহুল গান্ধীর মতো রাজনৈতিক ব্যক্তিদের জেলা সফরের নানা মূহুর্তের ছবিও তাঁর লেন্সে ধরা পড়েছে।

এক সময় রাজ্যের প্রথম শ্রেণীর বেশ কিছু দৈনিকেও তিনি চিত্র সাংবাদিকতা করেছেন। যুগান্তর,অমৃতবাজার পত্রিকা,বসুমতী এবং রূপাঞ্জলী নামে একটি বিনোদন ও সিনেমার ম্যাগাজিনেও চিত্র সাংবাদিক হিসেবে কাজ করেছিলেন। এমনকি নিজের লেখা কয়েকটি গ্রন্থও তিনি প্রকাশ করেন। তার মতো বাঁকুড়ার গুণী প্রবীণ এই কৃতি সন্তান কে হারানোয় জেলার সাংবাদিক ও চিত্রসাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Next Story