ব্রেকিং নিউজ

ওন্দার নারায়ণপুরে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এক যুবকের মৃত্যু জেরে উত্তেজনা,মৃতদেহ ফেলে রেখে বিক্ষোভ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।এক পোল্ট্রি ফার্মের মালিকের বিরুদ্ধে দায় চাপাচ্ছেন গ্রামবাসীরা।

ওন্দার নারায়ণপুরে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এক যুবকের মৃত্যু জেরে উত্তেজনা,মৃতদেহ ফেলে রেখে বিক্ষোভ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।এক পোল্ট্রি ফার্মের মালিকের বিরুদ্ধে দায় চাপাচ্ছেন গ্রামবাসীরা।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : একটি পোল্ট্রি ফার্মের বিদ্যুৎ সংযোগের তারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনার জেরে উত্তাল। হয়ে উঠল জেলার ওন্দা থানার নারায়ণপুর গ্রাম।মৃত যুবকের নাম বুলেন ডাঙ্গর (৩৬)।তিনি পেশায় রাজমিস্ত্রী। তার এই মৃত্যুর ঘটনায় পোল্ট্রি ফার্মের মালিক কে গ্রেপ্তার এবং মৃতের পরিবার কে উপযুক্ত ক্ষতি পূরণের দাবীতে মৃত দেহ ফেলে রেখে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা। বিশাল পুলিশ বাহিনী গিয়ে মৃতদেহ তুলতে গেলে দফায়,দফায় পুলিশ কে বাধা দেয় গ্রামবাদীরা। পুলিশের সাথে বাক-বিতন্ডা চরমে ওঠে। গ্রাম বাসীদের অভিযোগ, পুলিয় তাদের ওপর মৃদু লাঠি চার্জও করে। এলাকায় উত্তেজনা রয়েছে। এদিকে,জানা গেছে পোল্ট্রি ফার্মের মালিক নারায়ণ চন্দ্র মন্ডল জন রোষ থেকে বাঁচতে গা ঢাকা দিয়েছেন!

#দেখুন🎦 ভিডিও।👇[embed] href="https://www.bankura24x7.com/sand-overloaded-5-lorry-seized-by-local-public-and-hand-over-to-police-at-indas/img-20190604-wa0027/" rel="attachment wp-att-5225">

Next Story