Home > ব্রেকিং নিউজ > ঝাঁটিপাহাড়ীতে পুলিশ জনতা খণ্ডযুদ্ধ! পথ দূর্ঘটনায় মৃত্যুর জেরে বিক্ষোভ কে কেন্দ্র করে বিকেলে উত্তাল হল এলাকা। #দেখুন ভিডিও ।
ঝাঁটিপাহাড়ীতে পুলিশ জনতা খণ্ডযুদ্ধ! পথ দূর্ঘটনায় মৃত্যুর জেরে বিক্ষোভ কে কেন্দ্র করে বিকেলে উত্তাল হল এলাকা। #দেখুন ভিডিও ।
BY Bankura 24x724 Feb 2019 6:13 PM IST

X
Bankura 24x724 Feb 2019 6:13 PM IST
#Breaking News: ছাতনা থানার ঝাঁটিপাহাড়ীতে পুলিশ -জনতা খন্ড যুদ্ধ। গত কাল রাতের লরির ধাক্কায় শিব প্রসাদ খাঁ(৪৫) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় প্রতিবাদে বিক্ষোভ কে কেন্দ্র করে আজ বিকেলে ফের উত্তেজনা ছড়াল। ঝাঁটিপাহাড়ী রেল স্টেশন থেকে লৌহ আকরিক বাহী লরি বেপরোয়া ভাবে চলাচলের জন্যই এমন দূর্ঘটনা ঘটছে। এই অভিযোগও তোলা হয়েছে। সকালের পথ অবরোরের পর বিকেলে নুতন করে মৃতদেহ নিয়ে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে।
#দেখুন🎦ভিডিও👇[embed]
Next Story