ব্রেকিং নিউজ

বিদ্যুৎ দপ্তরের সাথে বৈঠকের পর সাহাপুরে উঠল পথ অবরোধ। যান চলাচল স্বাভাবিক।

বিদ্যুৎ দপ্তরের সাথে বৈঠকের পর সাহাপুরে উঠল পথ অবরোধ। যান চলাচল স্বাভাবিক।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সকাল থেকে প্রায় সাড়ে ছয় ঘন্টা ধরে অবরোধ চলার পর সাহাপুরের মাকুড়গ্রাম জয়কৃষ্ণপুর রাস্তায় আবরোধ উঠল। আজ সকাল থেকে মাত্রা ছাড়া লোডসেডিং ও বেহাল বিদ্যুৎ পরিষেবার প্রতিবাদে রাস্তায় গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন গ্রামের মানুষ। শেষে বিদ্যুৎ দপ্তরের আধিকারিক আবরোধকারীদের প্রতিনিধিদের সাথে আলোচনা করে সমস্যা সমাধানে স্থানীয় একটি ক্লাবে বৈঠক করেন। এবং বৈঠকের সিধান্তের কথা জন সমক্ষে প্রতিনিধি দলের পক্ষ থেকে ঘোষণার পর আবরোধ তুলে নেওয়া হয়।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/sand-overloaded-5-lorry-seized-by-local-public-and-hand-over-to-police-at-indas/img-20190604-wa0027/" rel="attachment wp-att-5225">

Next Story