কেশিয়াকোল শ্যুট আউট কান্ডে আসানসোল থেকে ধৃত প্রতাপ দাস নামে এক দুষ্কৃতি।
BY Manasi Das16 Sept 2023 1:10 PM IST

X
Manasi Das16 Sept 2023 10:57 PM IST
কেশিয়াকোল শ্যুট আউট কান্ডে আসানসোল থেকে ধৃত প্রতাপ দাস নামে এক দুষ্কৃতি। আসানসোল পুলিশ কমিশনারেট ও বাঁকুড়া পুলিশের যৌথ অভিযানে আসানসোলের চাঁদা মোড় থেকে গতকাল দুষ্কৃতিকে গ্রেপ্তার করা।ধৃত প্রতাপ শ্যুট আউটের দিন মোটর বাইক চালাচ্ছিল। তার মোটর বাইকটি ফেলে পোশাক বদলে বাসে চড়ে সে আসানসোল পাড়ি দিয়েছিল।বাঁকুড়া পুলিশ উদ্ধার হওয়া মোটর বাইকের সুত্র ধরে জাল বিছিয়ে অবশেষে তাকে ধরে ফেলে। প্রতাপের নামে ১১ টার ও বেশী মামলা রয়েছে।যার বেশকটি অস্থ মামলাও আছে। তাকে আজ বাঁকুড়া আদালতে তোলা হয়। পুলিশ একে রিমান্ডে নিয়ে বাকীদের ধরার চেষ্টা চালাবে বলে জানান বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তেওয়ারী।
👁️🗨️দেখুন 🎦 ভিডিও। 👇
Next Story