Home > ব্রেকিং নিউজ > শহর বাঁকুড়া ফিরে পেল বইমেলার অধিকার,সোনামুখী নয়,বাঁকুড়া খ্রিস্টান কলেজ মাঠেই হচ্ছে বইমেলা।
শহর বাঁকুড়া ফিরে পেল বইমেলার অধিকার,সোনামুখী নয়,বাঁকুড়া খ্রিস্টান কলেজ মাঠেই হচ্ছে বইমেলা।
BY Manasi Das8 Dec 2022 7:02 PM IST

X
Manasi Das8 Dec 2022 7:52 PM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : শহর বাঁকুড়া ফিরে পেল বইমেলার অধিকার।সোনামুখীর বদলে বাঁকুড়া শহরের খ্রীস্টান কলেজ মাঠে যথারীতি ২০২২-২০২৩ বর্ষের বইমেলা আয়োজন করার নির্দেশ দিল রাজ্যের গ্রন্থাগার দপ্তর। আজ ডাইরেক্টর অফ লাইব্রেরি সার্ভিসএর পক্ষ থেকে বাঁকুড়া জেলা গ্রন্থাগার আধিকারিক কে এই নির্দেশ পাঠানো হয়।প্রসঙ্গত,২৮ শে ডিসেম্বর থেকে ৩রা জানুয়ারি পর্যন্ত সোনাামুখীর বদলে বাঁকুড়া শহরে বইমেলা আয়োজন করার দাবীতে জেলা থেকে রাজ্যের ডাইরেক্টর অফ লাইব্রেরি সার্ভিসের কাছে আবেদন করা হয়।
তার ভিত্তিতেই আজকের এই নির্দেশ জারি করা হয়েছে। জেলাশাসক কে,রাধিকা আয়ার জানান,শহরে বইমেলা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।সেইমতো বইমেলাকে সফল ভাবে আয়োজনের সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।এদিকে,এই নির্দেশ মেলার পর শহর বাঁকুড়ার বইপ্রেমীরা ও বুদ্ধিজীবি মহল বেজায় খুশী।
Next Story