ব্রেকিং নিউজ

জেলা জুড়ে গাজন,বান ফোড়া আর চড়কের পরম্পরায় চৈত্রের অবসান,শুরু নববর্ষের আবাহন।

জেলা জুড়ে গাজন,বান ফোড়া আর চড়কের পরম্পরায় চৈত্রের অবসান,শুরু নববর্ষের আবাহন।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন :বাঁকুড়া সদরের এক্তেশ্বর ধাম থেকে জেলার প্রত্যন্ত গ্রাম। সর্বত্র চৈত্র সংক্রান্তির গাজন এবছর পেল স্বাভাবিক ছন্দ। গত বছর লকডাউনে গাজন মেলা নম,নম করে সারতে বাধ্য হলেও এবার কার্যত গাজনের পূর্ণাঙ্গ চিত্র ধরা পড়ল জেলা জুড়ে। সে পাঁচালের প্রায় ৮০০ বছরের পুরানো গাজনই হোক বা ছান্দারের চড়ক গাজনের মেলা,এবার ভক্তের সমাগম ছিল নজর কাড়া৷


নীলের পুজোর দিন রাতে যেমন ছিল বান ফোড়ার মধ্য দিয়ে মহাদেবের কৃপা লাভের চেষ্টা, তেমনি চৈত্র সংক্রান্তির দিন বিকেলে বিভিন্ন গাজন মেলায় ছিল ভক্তদের চড়কে ঘোরার আয়োজন। এই চড়ক গাজন দেখতে মানুষের ভীড়ও ছিল উপচে পড়া। সংক্রান্তির চড়ক গাজনে মাতার পর আজ নুতন বছরকে বরণ করে নিতে চলছে পয়লা বৈশাখের আবাহন।


জেলা জুড়ে নব আনন্দে মেতে ওঠার পালা চলছে শহর থেকে গ্রামে। নুতন আশা নিয়ে পথ চলা শুরু ১৪২৮ এর। বাঁকুড়া২৪এক্স৭ পরিবারের পক্ষ থেকে সকলের জন্য রইল নুতন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা। সবার ভালো কাটুক ১৪২৮ এই কামনা করি। সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন,জারি থাক কোভিড কে পরাস্ত করার লড়াই।

👁️দেখুন 🎦 ভিডিও। 👇



Next Story