ব্রেকিং নিউজ

ভোটের মরসুমে শহরের ভৈরবস্থানে জাল মদের কারখানার হদিশ, আবগারি দপ্তরের হানা,আটক ১ ব্যক্তি

ভোটের মরসুমে শহরের ভৈরবস্থানে জাল মদের কারখানার হদিশ, আবগারি দপ্তরের হানা,আটক ১ ব্যক্তি
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ভোটের মরসুমে শহরের ভৈরবস্থানে রমরমিয়ে চলছিল জাল বিলিতি মদ তৈরির কারকানা। বাজারে চাহিদা রয়েছে এমন ব্যান্ডের জাল মদ তৈরি হচ্ছিল এখানে। গোপন সুত্রে খবর পেয়ে আচমকা জাল মদ তৈরির ডেরায় হানা দেয় আবদারি দপ্তরের টিম। তার অভিযান চালিয়ে এখান থেকে ভালো সংখ্যক মদ ভর্তি বোতল,মদ তৈরীর উপকরণ, মদের নামী ব্যান্ডের খালি বোতল, মদের ছিপি ও লেবেল উদ্ধার করে।এবং আটক করা হয় এক ব্যাক্তিকে। তাকে জিজ্ঞাসাবাদ করেই এই জাল মদ তৈরির কারখানার পুরো পর্দা ফাঁসের চেষ্টা চালাচ্ছে জেলা আবগারি দপ্তর। এবং শহরে আর কোথায়,কোথায় এমন জাল মদ তৈরির ঠেক গড়ে উঠেছে তারও খোঁজ নেওতা হচ্ছে।

ভোটের মরসুমে আবগারি দপ্তর অবৈধ মদের কারবার বন্ধে বিশেষ রুটিন তল্লাশি চালাচ্ছে জেলা জুড়ে এবং এই তল্লাশি অভিযান এখন চলবে বলে আবগারি দপ্তর সুত্রে খবর। এদিকে,ভৈরবস্থানে তৈরী মদ শহর ও শহর লাগোয়া বিভিন্ন লাইন হোটেল ও পান গুমটি এবং হাইওয়ে লাগোয়া ধাবা এবং চোলাই মদের প্যাডেলারদের মাধ্যমে বিক্রি হত। এই মদ খেয়ে যে কোন সনয় মানুষ মারা পড়ারও আশঙ্কা রয়েছে। এবং একনজরে ফারাক বোঝা মুশকিল এই জাল মদের বোতল। তাই এই মদ আসল ভেবে নিয়মিত খেলে শরীরে নানা পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার সাথে,সাথে বিষক্রিয়ারও ঝুঁকি রয়েছে।

তাই এবার এই জাল মদের কারবার বন্ধে কোমর বেঁধে নেমেছে জেলার আবগারি দপ্তর।

👁️ দেখুন 🎦 ভিডিও। 👇


Next Story