বাঁকুড়ায় রাজ্যপালের সফর,জেনে নিন এদিনের বিস্তারিত কর্মসূচি।
BY Manasi Das28 April 2023 9:02 AM IST

X
Manasi Das28 April 2023 7:20 PM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : একদিনের ঝটিকা সফরে জেলায় আসছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।তিনি এদিন বেলা ১১ টা ৫ মিনিট নাগাদ কারকডাঙ্গা হেলিপ্যাড গ্রাউন্ডে নামবেন।তার পর সড়ক পথে বেলা ১১ টা ২০ মিনিট নাগাদ বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে পৌঁছবেন।সেখানে তিনি বেলা সাড়ে এগারোটায় একটি অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর দুপুর ১২ টা ৪৫ নাগাদ আসনাতে বিকাশ সোসাইটিতে যাবেন। বিকাশ সোসাইটির অনুষ্ঠান সেরে রাজ্যপাল দুপুর দেড়টা নাগাদ কারকডাঙ্গা হেলিপ্যাড থেকে রাজ্য সরকারের হেলিকপ্টার চড়ে অন্ডাল এয়ারপোর্টের উদ্দেশ্যে রওয়ানা দেবেন। সেখানেও রাজ্যপালের স্থানীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা বলে রাজভবন সূত্রে জানা গেছে।
Next Story