এক দিনেই জেলায় কোভিড আক্রান্ত ১১৬ জন, তবে নুতন করে মৃত্যুর কোন ঘটনা নেই।
BY Manasi Das2 Nov 2020 11:24 PM IST

X
Manasi Das2 Nov 2020 11:24 PM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলায় ফের একদিনে নুতন করে কোভিড আক্রান্তের সংখ্যা একশো ছাড়াল। একদিনে জেলায় আক্রান্ত হলেন ১১৬ জন। ফলে জেলায় মোট কোভিডে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৮,০৭৮ জন। পাশাপাশি একদিনে সেরে উঠলেন ৬১ জন। সারা জেলায় মোট সেরে ওঠার সংখ্যা বেড়ে দাঁড়াল ৭,১০১ জন। তবে জেলায় আর নুতন করে মৃত্যুর খবর নেই। ফলে জেলায় মৃতের সংখ্যা ৭৬ এই আটকে থাকল। এর আগের দিনই জেলায় জোড়া মৃত্যুর ঘটনা ঘটে। অন্যদিকে, সারা জেলায় এপর্যন্ত কোভিড আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ৯০১ জন। ১ তারিখের নিরিখে স্বাস্থ্য দপ্তরের কোভিড বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে।
দেখুন 🎦 ভিডিও। 👇
Next Story