একদিনে কোভিডে জোড়া মৃত্যু জেলায়,আক্রান্ত চার হাজার ছাড়াল।
জেলায় কোভিড আক্রান্ত হয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। একদিনে জোড়া মৃত্যুর ঘটনা ঘটেছে জেলায়।এবং এপর্যন্ত জেলাতে কোভিড কেড়ে নিয়েছে ৩২ জনের প্রাণ। আর মোট আক্রান্ত হয়েছেন ৪,০৮২ জন। এই মূহুর্তে জেলায় সক্রিয় আক্রান্ত রয়েছেন ৭০৯ জন।
BY Manasi Das15 Sept 2020 9:47 PM IST

X
Manasi Das16 Sept 2020 6:15 AM IST
বাঁকুড়া২৪X৭ প্রতিবেদন : জেলায় কোভিড আক্রান্ত হয়ে একদিনে জোড়া মৃত্যুর ঘটনা ঘটল। এর ফলে জেলায় কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২ জনে। পাশাপাশি, দ্রুত জেলায় সংক্রমণও ছড়াচ্ছে এই ঘাতক ভাইরাস। একদিনে ৮৯ জন নুতন করে আক্রান্ত হওয়ায় মোট জেলায় আক্রান্তের সংখ্য চার হাজার ছাড়িয়ে গেল। মোট আক্রান্ত হয়েছেন ৪,০৮২ জন। পাশাপাশি, একদিনে সেরেও উঠেছেন ৭৯ জন। ফলে জেলায় কোভিড জয়ীদের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩,৩৪১ জন। এবং জেলায় এই মূহুর্তে সক্রিয় আক্রান্ত রয়েছেন ৭০৯ জন। ১৪ সেপ্টেম্বরের নিরিখে আজকের স্বাস্থ্য দপ্তরের বুলেটিন থেকে এই তথ্য পাওয়া গেছে।
Next Story