ব্রেকিং নিউজ

কালবৈশাখীর ঝটিতি ঝড়ে ভেঙ্গে পড়ল গাছ, অবরুদ্ধ বাঁকুড়া - ঝাড়গ্রাম রাজ্য সড়ক,থমকে গেল এম্বুলেন্স।

কালবৈশাখীর ঝটিতি ঝড়ে ভেঙ্গে পড়ল গাছ, অবরুদ্ধ বাঁকুড়া - ঝাড়গ্রাম রাজ্য সড়ক,থমকে গেল এম্বুলেন্স।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : কালবৈশাখীর ঝটিতি ঝড়ের দাপটে রাজ্য সাড়কে উপড়ে পড়ল গাছ। যার ফলে বাঁকুড়া- ঝাড়গ্রাম রাজ্য সড়ক বেশ কিছুক্ষণের জন্য আবরুদ্ধ হয়ে পড়ে। শনিবার দুপুরে বাঁকুড়া - ঝাড়্গ্রাম রাজ্য সড়কের রতনপুর পেট্রোল পাম্পের কাছে আচমকা গাছ ভেঙ্গে পড়ায় ঘটে এমন বিপত্তি।রাজ্য সড়কের বিস্তীর্ণ আংশ জুড়ে থমকে থাকা যানবাহনের লম্বা লাইন পড়ে যায়। সৃষ্টি হয় ব্যপক যানজটের। আটকে পড়ে এম্বুলেন্সও। খবর পেয়ে ওন্দা থানার পুলিশ দুর্ঘটনা স্থলে দ্রুত পৌঁছে সড়ক থেকে গাছ সরানোর কাজ শুরু করে।

তার পর যান চলাচল শুরু হয়। তবে, থমকে থাকা দীর্ঘ যান বাহনের লাইনের ফলে রাজ্য সড়কে যান চলাচলের গতি স্বাভাবিক ছন্দে ফিরতে বেশ খানিক্ষন লেগে যায়।এদিকে,পুলিশ জানিয়েছে, গাছ ভেঙ্গে পড়লেও বড়ো ক্ষয় ক্ষতি হয়নি।অল্পের জন্য বিপদ এড়ানো গেছে। হতাহতের কোন খবর নেই। যানজট ছাড়াতে পুলিশ তৎপরাতার সাথে ট্রাফিক নিয়ন্ত্রণ করায় পরিস্থিতি সামাল দেওয়া গেছে। এদিকে,রতনপুর ছাড়া জেলার বিভিন্ন এলাকায় কালবৈশাখীর ঝড়ে গাছ ভেঙ্গে পড়ার খবর মিলেছে।চলছে বৃষ্টিও।

👁️দেখুন 🎦ভিডিও। 👇



Next Story