NEWS FLASH : সোমবার বাঁকুড়া জেলার ৮ বুথে পুনঃনির্বাচন।
BY Manasi Das9 July 2023 8:54 PM IST

X
Manasi Das10 July 2023 11:18 PM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সোমবার জেলার ৮ বুথে ফের ভোট। এই আটটি বুথের মধ্যে রাইপুরের ১ টি বুথ রয়েছে। এই বুথটি হল ১৩২ হিজলী প্রাথমিক বিদ্যালয়। এছাড়া গঙ্গাজলঘাটির দুটি বুথে ফের ভোট নেওয়া হবে। এই দুটি বুথ হল: ১০ বড়লালপুর প্রাথমিক বিদ্যালয় ও ১৫৪ বালিজোড়া প্রাথমিক বিদ্যালয়।জেলার মধ্যে সবথেকে বেশি ৫ টি বুথে ফের ভোট হবে বড়জোড় ব্লকে। বড়জোড়ার এই পাঁচটি বুথ হল : ১১০ মুক্তাতোড় প্রাথমিক বিদ্যালয়, ১২৮ ফুলবেড়িয়া হাইস্কুল (রুম নাম্বার ২), বড়জোড়ার ১৪৬ সারেঙ্গা প্রাথমিক বিদ্যালয় এবং জগন্নাথপুর জুনিয়র বেসিক স্কুলের ১৭০ নাম্বার ও ১৭১ নাম্বার বুথ।
বিভিন্ন রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে এই বুথ গুলিতে নির্বাচন কমিশনকে অভিযোগ দায়ের করা হয় পুনরায় ভোট গ্রহণের জন্য। তার ভিত্তিতেই আজ ফের ভোট নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে কমিশন।
Next Story