Home > ব্রেকিং নিউজ > বাসের মধ্যে যাত্রীদের মোবাইল ফোন চুরির সময় হাতে,নাতে ধরা পড়ল চোর, তারপর কি হল? জানতে দেখুন এই প্রতিবেদন।
বাসের মধ্যে যাত্রীদের মোবাইল ফোন চুরির সময় হাতে,নাতে ধরা পড়ল চোর, তারপর কি হল? জানতে দেখুন এই প্রতিবেদন।
BY Manasi Das30 April 2024 11:20 AM IST

X
Manasi Das30 April 2024 11:20 AM IST
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : দুর্গাপুর থেকে বাঁকুড়াগামী বাসের মধ্যে যাত্রীদের মোবাইল চুরির সময় হাতেনাতে ধরা পড়ল এক মোবাইল চোর।যাত্রীরা উত্তম- মধ্যম ঘা দিতেই চুরির কথা স্বীকার করে ধৃত ব্যাক্তি।এরপর যাত্রীরা খবর দেয় বেলিয়াতোড় থানায়।থান থেকে পুলিশ এলে বাস থামিয়ে এই মোবাইল ফোন চোরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। য্যাত্রীদের দাবি,মোবাইল চুরি ও পকেট মারদের একটি চক্র এই বাঁকুড়া - দুর্গাপুর রোডে সক্রিয় রয়েছে।তারা বাসে চড়ে বাসের মধ্যেই সুযোগ মতো মোবাইল,মানিব্যাগ হাতিয়ে বাস থেকে নেমে পড়ে।এবার চোর হাতে,নাতে ধরা পড়ে যাওয়াই পুলিশ এই চক্রটিকে পাকড়াও করতে পারবে বলে মনে করছেন এই রুটের যাত্রীরা।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇
Next Story