তালডাংরায় ২৩,৩৪১ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী।
BY Manasi Das23 Nov 2024 12:22 PM IST

X
Manasi Das23 Nov 2024 12:22 PM IST
বাঁকুড়া২৪x৭ : সপ্তম রাউন্ডের শেষে ২৩,৩৪১ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। তৃণমূল প্রার্থীরপ্রাপ্ত ভোট ৬৩,২০১ এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অনন্যা রায় চক্রবর্তীর প্রাপ্ত ভোট ৩৯,৮৬০। সিপিএমের দেবকান্তি মহান্তি পেয়েছেন ১১,৫১৭ টি ভোট,জাতীয় কংগ্রেসের প্রার্থী তুষার কান্তি সন্নিগ্রাহী পেয়েছেন ১,৮৮০ টি ভোট।নির্দল প্রার্থী সাগর চন্দ্র দুলে পেয়েছেন ১,০৪০টি ভোট। আর নোটায় পড়েছে ১৫৫৯ টি ভোট।
Next Story