Home > ব্রেকিং নিউজ > দশম রাউন্ডের শেষে তালডাংরায় ৩০,৪৬৮ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু।
দশম রাউন্ডের শেষে তালডাংরায় ৩০,৪৬৮ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু।
BY Manasi Das23 Nov 2024 2:00 PM IST

X
Manasi Das23 Nov 2024 2:00 PM IST
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : দশম রাউন্ডের শেষে ৩০,৪৬৮ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফাল্গুনী সিংহবাবু।তৃণমূল প্রার্থীরপ্রাপ্ত ভোট ৮৯,৪৫৮ এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অনন্যা রায় চক্রবর্তীর প্রাপ্ত ভোট ৫৮,৯৯০। সিপিএমের দেবকান্তি মহান্তি পেয়েছেন ১৭,৬৪২ টি ভোট,জাতীয় কংগ্রেসের প্রার্থী তুষার কান্তি সন্নিগ্রাহী পেয়েছেন ২৬৪৬ টি ভোট।নির্দল প্রার্থী সাগর চন্দ্র দুলে পেয়েছেন ১,৪১১টি ভোট। আর নোটায় পড়েছে ২,২৩০ টি ভোট।
Next Story