Home > ব্রেকিং নিউজ > বেলিয়াতোড়ে কয়লা বাহী ডাম্পারের সাথে মোটর গাড়ীর মুখোমুখি ধাক্কা, গুরুতর আহত ২ জন।
বেলিয়াতোড়ে কয়লা বাহী ডাম্পারের সাথে মোটর গাড়ীর মুখোমুখি ধাক্কা, গুরুতর আহত ২ জন।
BY Manasi Das20 March 2021 3:55 PM IST

X
Manasi Das20 March 2021 3:55 PM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (অনিকেত বাউরী,বেলিয়াতোড়) : কয়লা বাহী একটি ডাম্পারের সাথে একটি চার চাকার মোটর গাড়ীর মুখোমুখি ধাক্কায় গুরতর আহত হলেন মোটর গাড়ীর চালক এবং এক সওয়ারী। আজ দুপুর দেড়টা নাগাদ বাঁকুড়া দুর্গপুর রাজ্য সড়কের বেলিয়াতোড়ে ঘটে এই পথ দূর্ঘটনা। স্থানীয় লোকজন খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন।
শাবল দিয়ে গাড়ীর কেবিন ভেঙ্গে চালক ও এক যাত্রীকে উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় বেলিয়াতোড় থানার পুলিশ। তারা আহত দুজনকে এম্বুলেন্স করে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাদের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তরিত করে হয়। এবং লরিটিকে আটক করে।
যদিও, কয়লা বাহী লরির চালক ও খালাসি পলাতক। তাদের খোঁজে তল্লাশিতে নামছে বেলিয়াতোড় থানার পুলিশ।অন্যদিকে, আহত দুজনের অবস্থা স্থিতিশীল বলে মেডিকেল সুত্রে জানা গেছে।
👁️ দেখুন 🎦 ভিডিও। 👇
Next Story