নজরে ভোট

#Breaking news : মনোনয়ন পত্র দাখিল করতে একদিনের জন্য বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ কে জেলায় ঢোকার অনুমতি দিল সুপ্রিমকোর্ট। তবে, জেলায় পাকাপাকি ভাবে ঢোকার জন্য ফের কোলকাতা হাইকোর্টে আবেদন জানাতে হবে সৌমিত্র খাঁকে। আজ প্রধান বিচারপতি এই নির্দেশ দেন। সৌমিত্র বাবু জানান ১৬ তারিখে জেলায় ঢুকে মনোনয়ন পত্র দাখিল করবেন তিনি। তার পরই দারস্থ হবেন কোলকাতা হাইকোর্টে।

#Breaking news : মনোনয়ন পত্র দাখিল করতে একদিনের  জন্য বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ কে  জেলায় ঢোকার অনুমতি দিল সুপ্রিমকোর্ট। তবে, জেলায়   পাকাপাকি ভাবে ঢোকার জন্য ফের কোলকাতা হাইকোর্টে আবেদন জানাতে হবে সৌমিত্র খাঁকে। আজ প্রধান বিচারপতি এই নির্দেশ দেন। সৌমিত্র বাবু জানান ১৬ তারিখে জেলায় ঢুকে মনোনয়ন পত্র দাখিল করবেন তিনি। তার পরই দারস্থ হবেন কোলকাতা হাইকোর্টে।
X

#Breaking news : মনোনয়ন পত্র দাখিল করতে একদিনের জন্য বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ কে জেলায় ঢোকার অনুমতি দিল সুপ্রিমকোর্ট। তবে, জেলায় পাকাপাকি ভাবে ঢোকার জন্য ফের কোলকাতা হাইকোর্টে আবেদন জানাতে হবে সৌমিত্র খাঁকে। আজ প্রধান বিচারপতি এই নির্দেশ দেন। সৌমিত্র বাবু জানান ১৬ তারিখে জেলায় ঢুকে মনোনয়ন পত্র দাখিল করবেন তিনি। তার পরই দারস্থ হবেন কোলকাতা হাইকোর্টে

#দেখুন🎦ভিডিও👇।[embed] href="https://www.bankura24x7.com/storm-effect-at-mukutmonipur/aug-20-1/" rel="attachment wp-att-4286">

Next Story