ব্রেকিং নিউজ

বিজয়াতে চোখের জলে গ্রামের বীর জওয়ান কে চির বিদায় গোয়ালডাঙ্গায়।

বিজয়াতে চোখের জলে গ্রামের বীর জওয়ান কে চির বিদায় গোয়ালডাঙ্গায়।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বিজয়ায় গ্রামের বীর জওয়ান কে চোখের জলে চির বিদায় জানাল গ্রামবাসীরা। গান স্যালুটে শেষ সম্মান জানালেন বিএসএফের ৫৪ নাম্বার ব্যাটেলিয়ান। এই ব্যাটেলিয়ানের জওয়ান আশিষ ঘোষ রাজ্যের নদীয়া জেলার ভারত -বাংলাদেশ সীমানায় প্রহরার কাজ করছিলেন। অষ্ঠমীর দিন প্রবল বৃষ্টির মধ্যে কর্তব্যে আবিচল ছিলেন তিনি। আচমকা বাজ পড়লে প্রান হারান,বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার, গোয়ালডাঙ্গা গ্রামের বাসিন্দা এই বিএসএফ জওয়ান। নবমীর দিনই উৎসবের আবহে গ্রামে পৌঁছয় এই শোক বার্তা। কান্নায় ভেঙ্গে পড়েন পরিবার,পরিজন ও প্রতিবেশীরা।

আজ বিজয়ার দিন,আশিষের মরদেহ গ্রামে পৌঁছায়। চোখের জলে, শোক মিছিল করে তাকে শেষ বিদায় জানান গ্রামের অগনিত মানুষ।

গান স্যালুটে অন্তিম সম্মান জ্ঞাপনের পর ভারত মাতার এই বীর সন্তানের অন্ত্যোষ্টি ক্রিয়া সম্পন্ন হয়।

গোয়ালডাঙ্গার এই বীর জওয়ান প্রায় ১৫ বছর ধরে সীমানা রক্ষীর কাজে যুক্ত ছিলেন। গ্রামের বাড়ীর পাশাপাশি,সম্প্রতি তিনি অমরকাননেও বাড়ী করাছিলেন। তার এই অকাল প্রয়াণে শোকে কাতর পুরো গ্রাম।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/mahalaya-news-story/img-20190926-wa0048/" rel="attachment wp-att-6629">

Next Story