ব্রেকিং নিউজ

বাঁকুড়া মেডিকেলে পদত্যাগ ২২ জন ডাক্তারের, চিকিৎসা পরিষেবা ব্যহত হবার আশঙ্কা!

বাঁকুড়া মেডিকেলে পদত্যাগ ২২ জন ডাক্তারের, চিকিৎসা পরিষেবা ব্যহত হবার আশঙ্কা!
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এবার বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার হাল কার্যত শিকেয় ওঠার জোগাড়!বেশ কয়েক জন বিভাগীয় প্রধান সহ ২২ জন সিনিয়র ডাক্তার ইস্তফা পত্র শনিবার সন্ধ্যায় মেডিকেল কলেজের প্রিন্সিপালের ডাঃ পার্থ প্রতিম প্রধানের কাছে জমা দেন। এর ফলে হাসপাতালের পরিষেবা স্বাভাবিক রাখা আরও জটিল হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।


এমনিতেই আউটডোর বন্ধ।তার ওপরে এভাবে ডাক্তারদের গণ ইস্তফার হিড়িক পড়লে ইন্ডোরেও চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়বে! এদিন, হাসপাতালের প্রিন্সিপাল জুনিয়র ডাক্তারদের হরতাল কে সমর্থন জানাতে তাদের ধর্ণা মঞ্চে এসে বক্তব্য রাখার পাশাপাশি, ২২জন ডাক্তারের ইস্তফা দেওয়ার ঘটনা ঘোষণা করে জুনিয়র ডাক্তারদের হাততালি কুড়ান। তিনি বলেন ডাক্তারদের এই আন্দোলন অরাজনৈতিক। ডাক্তারদের নিরাপত্তা ও কাজের সুস্থ পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবীতে সব ডাক্তাররা এক সাথে লড়াই করবেন।যদিও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান হাসপাতালে ইমারজেন্সী চিকিৎসা পরিষেবায় কোনো ব্যাঘাত ঘটবে না।

#দেখুন 🎦ভিডিও। 👇

[embed]

Next Story