ব্রেকিং নিউজ

আমন্ত্রণ পত্রে শিক্ষামন্ত্রীর বানান বিভ্রাটের ছবি সোস্যাল সাইটে ভাইরাল, সমালোচনার ঝড় তুঙ্গে ! কাঠগোড়ায় বাঁকুড়া বিশ্ববিদ্যালয়।

আমন্ত্রণ পত্রে শিক্ষামন্ত্রীর বানান বিভ্রাটের ছবি সোস্যাল সাইটে ভাইরাল, সমালোচনার ঝড় তুঙ্গে ! কাঠগোড়ায় বাঁকুড়া বিশ্ববিদ্যালয়।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে, রাজ্যের শিক্ষা মন্ত্রীর নামের বানান বিভ্রাটের জেরে রাজ্য জুড়ে আলোড়োন পড়ে গিয়েছে।

বানান বিভ্রাটের ফলে শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নামের আপত্তিকর উচ্চারনের সমালোচনা করে সোস্যাল সাইটে ঝড় তুলেছেন বাংলার শিক্ষা প্রেমিক মানুষজন থেকে ছাত্র ছাত্রীরাও।

এখন, রীতিমত ভাইরাল হয়েছে এই বিতর্কিত আমন্ত্রণ পত্র।

জানা গেছে, এই ভুল বানানের আমন্ত্রণ পত্র ইতিমধ্যেই প্রচুর সংখ্যায় বিলিও করে ফেলেছে বিশ্ববিদ্যালয়।

সূত্রের খবর, ভাইরাল হতেই বিশ্ববিদ্যালয়ে ফোন করে ক্ষোভ উগরে দেন অনেকে। বিষটি নজরে পড়ে শিক্ষা দপ্তরের আধিকারিকদেরও। এরপর টনক নড়ে বিশ্ববিদ্যালয়ের!

তড়িঘড়ি ছাপানো হয় নুতন আমন্ত্রণ পত্র। তার পর ফের বিলি করার কাজ শুরু করা হয়।

বিশ্ববিদ্যালয়ে মতো দয়িত্বপূর্ণ প্রতিষ্ঠানের এমন নক্করজনক কাজের জন্য রাজ্যের শিক্ষা মহলে চরম সমালোচনার ঝড় ওঠে।

যদিও নিজেদের মুখ ঢাকতে, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবনারায়ন বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমকে ওই ভুল বানানের আমন্ত্রণ পত্র বিলি বন্ধ করে, নুতন সংশোধিত আমন্ত্রণ পত্র বিলি করা হয়েছে বলে সাফাই দিয়েছেন।

প্রসঙ্গত,আগামী ২৯ নভেম্বর শহরের রবীন্দ্র ভবনে প্রথম সমাবর্তন অনুষ্ঠানে রাজ্য পাল কেশরীনাথ ত্রিপাটি উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই নাম আমন্ত্রণ পত্রে উল্লেখ করতে গিয়েই মন্ত্রীর ইংরাজী নামের বানান ভুল ছাপানো হয়। এবং সেই ভুল শালীনতার মাত্রা ছাড়নোর ফলেই কাঠ গোড়ায় দাঁড়াতে হয় বাঁকুড়া বিশ্ববিদ্যালয়কে।

Next Story