ব্রেকিং নিউজ

বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে ডি,লিট পেয়ে আপ্লুত সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা।

বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে ডি,লিট পেয়ে আপ্লুত সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়ে গেল বাঁকুড়া রবীন্দ্র ভবনে।

প্রথম সমাবর্তন অনুষ্ঠানে সাম্মানিক ডি,লিট ও ডি,এস-সি প্রদান করা হল চার জনকে।

সাহিত্যিক শঙ্কর এবং সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লাকে ডি,লিট সম্মানে ভূষিত করার পাশাপাশি বিজ্ঞানী সমীর ভট্টাচার্য এবং অলোক কৃষ্ণ ভট্টাচার্য কে ডি,এস-সি সম্মান প্রদান করা হয়। তিন বছরে কলা ও বিজ্ঞান বিভাগ মিলিয়ে সর্বোচ্চ নাম্বার প্রাপক দের সত্য নারায়ন বাজোরিয়া স্বর্ণপদক ও তিন বছরে বিভিন্ন বিভাগের ৩৩ জন ছাত্র,ছাত্রীকে স্বর্ণপদক দিয়ে সম্মানিত করা হয়। এছাড়া ১২০০ ছাত্র,ছাত্রী কে স্নাতকোত্তর ডিগ্রির শংসা পত্র তুলে দেওয়া হয়।

বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের এই সমাবর্তন অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নামের বানান বিভ্রাটের জেরে আপত্তিকর উচ্চারণ কে কেন্দ্র করে বিতর্ক চরমে উঠে ছিল। আজকপর অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর অনুপস্থিতি নিয়ে তাই অনুষ্ঠান কক্ষে গুঞ্জন ছড়ায়।পাশাপাশি, আচার্য রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাটিও না আসায় ছন্দ পতন ঘটে সমাবর্তন অনুষ্ঠানের।

যদিও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবনারায়ন বন্দ্যোপাধ্যায় জানান,রাজ্যপাল বিশেষ কাজে ব্যস্ত থাকার জন্য এবং শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিধানসভা অধিবেশন চলায় আজ অনুষ্ঠানে অংশ নিতে পারেন নি। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাবর্তন অনুষ্ঠানের জন্য এদিন শুভেচ্ছা বার্তা পাঠান বলেও জানান উপাচার্য।

অন্যদিকে, ডিলিট সম্মানে ভূষিত হয়ে আপ্লুত সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা।তার গাওয়া গানে বরং প্রান ফিরে পায় সমাবর্তন অনুষ্ঠানের মঞ্চ।

#দেখুন ভিডিও।

[embed]

Next Story