ব্রেকিং নিউজ

তৃতীয় সেমিস্টারে পরীক্ষার আসন বদলকে কেন্দ্র করে, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের পুয়াবাগান ক্যাম্পাসে বিক্ষোভ রসায়ন ও পদার্থ বিদ্যার ছাত্রদের।

তৃতীয় সেমিস্টারে পরীক্ষার আসন বদলকে কেন্দ্র করে, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের পুয়াবাগান ক্যাম্পাসে  বিক্ষোভ রসায়ন ও পদার্থ বিদ্যার ছাত্রদের।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের রসায়ন ও পদার্থবিদ্যার তৃতীয় সেমিস্টারের পরীক্ষার আসন, পুয়াবাগান ক্যাম্পাসের পরিবর্তে, তিলাবেদিয়ায় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে হওয়ার প্রতিবাদে বিক্ষোভে সামিল হল ছাত্র,ছাত্রীরা। এদিন,দুপুর থেকে পরীক্ষার আসন পরিবর্তনের পাশাপাশি, স্থায়ী শিক্ষক নিয়োগ,পরিকাঠামোর উন্নয়ন, মার্কসিট প্রদান সহ আরও কয়েকটি দাবী তুলে তারা বিক্ষোভে সামিল হয়। বিক্ষোভের জেরে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের পুয়াবাগান ক্যাম্পাস।

খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে, মূল ক্যাম্পাস থেকে পুয়া বাগানে ছুটে আসেন উপাচার্য দেবনারায়ন বন্দ্যোপাধ্যায়।

বিক্ষোভরত ছাত্র, ছাত্রীদের সাথে তড়িঘড়ি আলোচনায় বসেন তিনি।ছাত্র,ছাত্রীদের দাবী,যেহেতু দ্বিতীয় বর্ষের দুটো সেমিস্টারের পরীক্ষা এখানে হয়েছে, সেহেতু পুয়াবাগানে তৃতীয় সেমিস্টারের পরীক্ষারও আসন করা উচিত ছিল। তা, না করে আগামী ১৪ ডিসেম্বর থেকে, তৃতীয় সেমিস্টারের থিওরি পরীক্ষার আসন তিলাবেদিয়াতে মূল ক্যাম্পাসে করা হয়েছে। এর প্রতিবাদেই তারা আজ বিক্ষোভে সামিল হয়।

ফের আসন বদল করার পক্ষে তারা সওয়ালি করে।অন্যদিকে,উপাচার্যের পাল্টা দাবী, কাজের সুবিধার জন্যই পরীক্ষার ব্যবস্থা মূল ক্যাম্পাসে করার সিদ্ধান্ত নেওয়া হয়।এছাড়া অন্য কেন কারণ নেই।

পুয়াবাগান থেকে মূল ক্যাম্পাস একটু দুর হওয়ায় ছাত্র,ছাত্রীরা উপাচার্যের কাছে ক্ষোভ প্রকাশ করে। অবশেষে,তাদের সাথে আলোচনা পর , তাদের বিশ্ববিদ্যালয়ে বাসে করে পরীক্ষার হলে পৌছে দেওয়ার ব্যবস্থার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। এবং যথারীতি তিলাবেদিঅর মূল ক্যাম্পাসেই পরীক্ষা চলবে বলেও জানান উপাচার্য।

Next Story