জঙ্গলমহল খাতড়া

পিএসসি'র ফুড ইন্সপেক্টরের নিয়োগ পরীক্ষায় জেলায় পর্যাপ্ত বাসের অভাব, নাকাল পরীক্ষার্থীরা।

পিএসসির ফুড ইন্সপেক্টরের নিয়োগ পরীক্ষায় জেলায় পর্যাপ্ত বাসের অভাব, নাকাল পরীক্ষার্থীরা।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আজ পাবলিক সার্ভিস কমিশনের ব্যবস্থাপনায় ফুড ইন্সপেক্টর পদের নিয়োগের লিখিত পরীক্ষা দিতে পর্যাপ্ত বাসের অভাবে চরম ভোগান্তির শিকার হতে হল পরীক্ষার্থী দের বলে অভিযোগ উঠল।

সারা জেলা জুড়েই একই অসুবিধার মধ্যে পড়েন পরীক্ষার্থীরা।

বাস কম থাকায় জীবনের ঝুঁকি নিয়ে বাসে ঝুলে, বা বাসের ছাদে চড়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছন।জেলার জয়পুর ব্লকে সমস্যা আরও জটিল বলে আমাদের প্রতিনিধি উত্তম দে জানিয়েছেন।

আবার জেলায় ট্রেকার বা ছোট গাড়ীরও চাহিদা বেড়ে যাওয়ায়, তারাও সুযোগ বুঝে মোটা টাকার ভাড়া দাবী করায় অনেক গরীব পরীক্ষার্থীরা সমস্যায় পড়েন বলে জানা গেছে।

তাদের আশঙ্কা, পরীক্ষা শেষে বাড়ী ফেরার সময় এই সমস্যা আরে জটিল হবে।

প্রসঙ্গত, সাড়ে ন'শো পদের জন্য মোট এগারো লক্ষ চাকরীপ্রার্থী আজ পরীক্ষায় বসছে।ফলে জেলাতেও ভালো সংখ্যায় পরীক্ষার্থী রয়েছে। যার জেরে, পরিবহন ব্যবস্থা পর্যাপ্ত না হওয়ায় নাকাল হতে হচ্ছে পরীক্ষার্থীদের!

এদিকে,নাম প্রকাশে অনিচ্ছুক জেলার এক পরিবহন দপ্তরের আধিকারিকও আজ পরিবহন সমস্যার কথা স্বীকার করে জানান, সব পরীক্ষার্থী যেন পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে তার ব্যবস্থা করবে জেলা প্রশাসন।

#দেখুন ভিডিও।[embed]

Next Story