কেঞ্জাকুড়া-বাঁকুড়া রুটের একটি বাস প্রায় ১০ দিন ধরে বন্ধ, সমস্যায় যাত্রীরা, বাসে পোস্টার সেঁটে প্রতিবাদ।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : টানা দশ দিনেরও বেশী সময় ধরে কেঞ্জাকুড়া-বাঁকুড়া রুটের একটি বাস লাইনে চলাচল বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রী থেকে সাধারণ যাত্রীরা।
পাশাপাশি,উৎসবের মরসুমে কোন নোটিশ না দিয়ে এবং বিকল্প পরিবহনের ব্যবস্থা না করেই এই বাসটি বন্ধ রাখায় ক্ষোভে ফুঁসছেন কেঞ্জাকুড়া গ্রামের মানুষ।
তারা প্রতিবাদে দাঁড়িয়ে থাকা বাসে পোস্টারও সাঁটিয়েছেন।
এই বাসটি কেঞ্জাকুড়ার ফার্স্ট ও লাস্ট টাইম টেবিলের বাস হলেও, কেন এই বাসটি আচমকা বন্ধ রাখা হল তার বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীরা।
এছাড়াও, বাসটি রাস্তায় চলার যোগ্য নয় বলেও অভিযোগ উঠছে । নড়বড়ে সত্তর দশকের এই বাসটি কোনোরকমে রং করে আরটিওর ফিটনেসে উতরে গেলেও আসলে যথেষ্ট ঝুঁকি নিয়েই চলাচল করে বাসটি। এত পুরানো কালের বাসটি চলাচলের যোগ্য নয় বলেও অভিযোগ উঠছে।
এই অবস্থায়, সমস্যা না মিটলে গ্রামের লোকজন দেওয়ালীর পর আরটিও অফিসে গিয়ে বিক্ষোভে সামিল হওয়ারও প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
এখন দেখার, শেষ অবধি পরিবহন দপ্তরের টনক নড়ে কিনা?
#দেখুন ভিডিও।
[embed]