সিএএ আর এনআরসি ইস্যুতে রাজ্যে কংগ্রেস,সিপিএম আর তৃণমূলের ত্রিকোন প্রেমের তত্ত্ব আওড়ে বিজেপি বিরোধী জোটকে কটাক্ষ মুকুলের।

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আগে কংগ্রেস আর সিপিএমে পরকীয়া প্রেম ছিল আর সিএএ আর এনআরসির পর তা আর পরকীয়া নেই প্রেম চলছে প্রকাশ্যে এই ভাষাতেই রাজ্যে সিএএ ও এনআরসি কান্ডে বাম -কংগ্রেস জোট পরিস্থিতিকে কটাক্ষ করলেন বিজেপি নেতা মুকুল রায়। বড়জোড়ায় সিএএ ও এনআরসির সমর্থন সভায় তিনি তৃণমূলের প্রসঙ্গ টেনে বলেন এখন এই সিপিএম -কংগ্রেসের প্রেমের মধ্যে আবার ঢুকে পড়ছে দিদির দল।
তারা আগে কংগ্রেসে ছিল এখন আবার তাদের সাথে সম্পর্ক গড়ে তুলতে উঠে পড়ে লেগেছে।এমনকি সিএএ এর বিরোধিতা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সংবিধানকেই অমান্য করছেন বলেও প্রশ্ন তোলেন তিনি। শনিবার বিকেলে বড়জোড়ায় মিছিলের পর পথ সভায় যোগ দেন মকুল রায়।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]