ব্রেকিং নিউজ

ট্রাইয়ের নুতন নিয়মের প্রতিবাদে ডিএম অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে জেলার কেবল অপারেটররা।

ট্রাইয়ের নুতন নিয়মের প্রতিবাদে ডিএম অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে জেলার কেবল অপারেটররা।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আগামী ২৯ ডিসেম্বর থেকে কেবল টিভির পরিষেবায় লাগু হতে যাওয়া ট্রাইয়ের নুতন নিয়মের প্রতিবাদে, এবার পথে নামল জেলার কেবল অপারেটররা।আজ তারা শহর জুড়ে প্রতিবাদ মিছিলে সামিল হন।এবং বাঁকুড়া জেলা কেবল অপারেটরস্ অ্যাসোসিয়েশনের ব্যানারে জেলাশাসকের অফিসে, সদস্যরা তাদের দাবী পত্র সম্বলিত স্মারকলিপিও জমা দেন।

অপারেটরদের দাবী,ট্রাইয়ের নুতন নিয়মের ফেরে পড়ে তাদের ব্যবসা চালানো দুষ্কর হয়ে পড়েছে।এই নিয়মে সাধারণ গ্রাহকদেরও কেবল টিভি দেখার খরচ প্রায় তিনগুণ পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এখন যে প্যাকেজ দেখতে গ্রাহককে ২০০ টাকা গুনতে হচ্ছে তার জন্য নুতন নিয়মে ৫৫০-৬০০টাকা পর্যন্ত গুনতে হবে! তাই, এই ট্রাইয়ের নুতন নিয়ম বাতিল করার দাবীতে সরব হলেন তারা। নুতন নিয়মের সরলীকরণ না করলে, কেবল অপারেটর থেকে গ্রাহক সকলেই পড়বেন ঘোর সমস্যায়।তার প্রতিবাদেই পথে নেমে আন্দোলনে সামিল হয়েছেন বলেও জানিয়েছেন জেলার কেবল অপারেটররা।

#দেখুন ভিডিও।[embed]

Next Story