Home > ব্রেকিং নিউজ > বড়জোড়া শিল্পাঞ্চলের ঘুটগেড়িয়ায় কারবাইন উদ্ধার, আটক দুই মোটর বাইক, গ্রেপ্তার চার।
বড়জোড়া শিল্পাঞ্চলের ঘুটগেড়িয়ায় কারবাইন উদ্ধার, আটক দুই মোটর বাইক, গ্রেপ্তার চার।
BY Bankura 24x729 Nov 2019 9:41 PM IST

X
Bankura 24x729 Nov 2019 9:41 PM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : পুলিশের রুটিন টহলদারির সময় একটি লোহার তৈরী কারবাইন বন্ধুক জব্দ করল বড়জোড়া থানার পুলিশ। পাশাপাশি, চার জনকে গ্রেপ্তারও করা হয়। আটক করা হয়েছে দুটি মোটোর বাইক। আজ ধৃতদের বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে দুই জনকে ৫ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক। হেপাজতে পাওয়া এই দুই জনকে জিজ্ঞাসাবাদ করে এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে তারা পেল এবং এরা কি উদ্দেশ্যে এটি সাথে নিয়ে যাচ্ছিল, বা ধৃতরা বেআইনী আগ্নেয়াস্ত্র কারবারের র্যাকেটে যুক্ত কিনা তা খতিয়ে দেখবে পুলিশ। পুলিশ জানিয়েছে গতকাল সন্ধ্যায় বড়জোড়া শিল্পাঞ্চলের ঘুটগেড়িয়া এলাকায় মোবাইল টহল দেওয়ার সময় তল্লাসি চালিয়ে এই কারবাইনটি উদ্ধার হয়।
Next Story