Home > ব্রেকিং নিউজ > মাসের প্রথমে পূজোর আগে শহরের এটিএম কাউন্টার গুলো টাকা শূণ্য, চরম দূর্ভোগে শহরবাসী।
মাসের প্রথমে পূজোর আগে শহরের এটিএম কাউন্টার গুলো টাকা শূণ্য, চরম দূর্ভোগে শহরবাসী।
BY Bankura 24x72 Oct 2018 8:54 AM GMT
X
Bankura 24x72 Oct 2018 8:54 AM GMT
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : মাসের প্রথমেই পুজোর আগে শহরের এটিএম গুলিতে টাকা শুণ্য হওয়ায় বিপাকে পড়েছেন শহরবাসী।
মাস পয়লায় পুজোর বাজার করতে বেরিয়ে এটিএমে ঢুঁ মেরে ফাঁকা হাতে ফিরতে হচ্ছে।
শহরের এসবিআই,আইসিসিআই,এক্সিস সহ প্রয় সব এটিএমই টাকা শূণ্য হয়ে পড়েছে। আজ গান্ধী জয়ন্তীতে ছুটির দিন হওয়ায় অধিকাংশ অফিস কর্মচারীরা বাজারে বেরিয়ে ছিলেন। টাকা না মেলায় বাজার না করে বাড়ী মুখো হতে হওয়ায় ক্ষোভে ফুঁসছেন তারা। প্রশ্ন উঠছে আগাম ছুটির দিন জেনেও কেন ব্যাঙ্ক কতৃপক্ষ টাকা ভরে রাখার ব্যবস্থা করেনি।
#দেখুন ভিডিও।[embed]
Next Story