ব্রেকিং নিউজ

সিসিটিভির নজরদারি এড়িয়ে কোতুলপুরে অতিরিক্ত বালি বোঝাই লরির দাপট ! প্রশাসনিক তৎপরতার দাবী তুললেন বাসিন্দারা।

সিসিটিভির নজরদারি এড়িয়ে কোতুলপুরে অতিরিক্ত বালি বোঝাই লরির দাপট ! প্রশাসনিক তৎপরতার দাবী তুললেন বাসিন্দারা।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : অতিরিক্ত বালি বোঝাই লরির ওপর নজরদারি চালাতে কোতুলপুরের নেতাজী মোড়ে তিন তিনটি সিসি টিভি ক্যামেরা বসানো হলেও ওভার লোডিং লরি পারাপার চলছে পুরোদমে! এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তাদের দাবী ৩টি ক্যামেরা রয়েছে ঠিকই, কিন্তু দুটি ঠিকঠাক চললেও একটি নাকি বিগড়ে গেছে? ফলে নজরদারি কিছুটা হলেও দূর্বল হয়ে পড়েছে বলে মনে করছেন তারা।

বাসিন্দাদের দাবী,ওভার লোডেড লরির দাপটে রাস্তার ক্ষতি যেমন হচ্ছে, তেমনি দূর্ঘটনার আশঙ্কাও রয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরও কোতুলপুরের নেতাজী মোড়ে ওভার লোডেড লরি চলাচলে পুরোপুরি রাশ টানতে পারেনি প্রশাসন বলেও স্থানীয়দের অভিযোগ।

এই অবস্থায়, তাই তারা চাইছেন সিসিটিভি লাগিয়েই দায় সারলে হবে না, কড়া ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে। তা নাহলে ওভার লোডেড লরির দাপট ঠেকানো মুশকিল!

এখন দেখার, শেষ পর্যন্ত অতিরিক্ত বালি বোঝাই লরির ওপর সিসিটিভির নজরদারির কতটা ফলপ্রসু হয়?

#দেখুন ভিডিও।[embed]

Next Story