জঙ্গলমহল খাতড়া

এবার মাও অধ্যুষিত এলাকার তকমা ছাড়াই ভোট জেলার জঙ্গল মহলে! তবে, জেলায় ৯৩%বুথে থাকছে কেন্দ্রীয় বাহিনী, জানালেন পুলিশ সুপার।

এবার মাও অধ্যুষিত এলাকার তকমা ছাড়াই ভোট জেলার জঙ্গল মহলে! তবে, জেলায় ৯৩%বুথে থাকছে কেন্দ্রীয় বাহিনী, জানালেন পুলিশ সুপার।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এবার লোকসভা ভোটে মাও অধ্যুষিত এলাকার তকমা ছাড়ায় ভোট হচ্ছে একদা মাওবাদীদের গড় হিসেবে খ্যাত সারেঙ্গা, বারিকুল, রানীবাঁধ এবং সিমলাপাল,রাইপুর সহ জেলার জঙ্গল মহলের খাতড়া মহকুমার সব কটি বুথে। দক্ষিণ বঙ্গের এক মাত্র ঝাড়গ্রাম জেলায় মাও প্রভাবিত এলাকা হিসেবে এবার ভোট হবে। ওখানে কেন্দ্রীয় বাহিনী বুলেট প্রুপ জ্যাকেট ও হেলমেট পরে বুথে ডিউটি করবেন। তবে, বাঁকুড়া এবার সেই নিরাপত্তা ক্যাটাগরির মধ্যে পড়ছে না।তবে সুষ্ঠু ভাবে ভোট করার জন্য জেলার ৯৩% বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে বলে জানিয়েছেন,জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও।

তিনি বলেন,বাকী ৭% বুথ সামাল দেবেন রাজ্য পুলিশ। আজ জেলাশাসক ও পুলিশ সুপার জেলার ইভিএম ডিস্ট্রিবিউশন সেন্টার গুলি ঘুরে দেখেন।

পুলিশ সুপার জানান,জেলার ৯৭% বুথে কেন্দ্রীয় বাহিনী আজই পৌঁছে যাবেন। শান্তিপূর্ণ ভোট করার জন্য তৈরি জেলা পুলিশ ও প্রশাসন।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/modi-attacked-to-mamata-at-bankura/img-20190509-wa0006/" rel="attachment wp-att-4720">

Next Story