জঙ্গলমহল খাতড়া

সিমলাপালে পি এইচ ই পাম্প হাউসে উদ্ধার ক্যামেলিয়ন। #🎦 দেখুন ভিডিও।

সিমলাপালে পি এইচ ই পাম্প হাউসে উদ্ধার ক্যামেলিয়ন। #🎦 দেখুন ভিডিও।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সিমলাপালের কাশীডাঙ্গা পি এইচ ই পাম্প হাউসে উদ্ধার হল ক্যামেলিয়ন। পাম্প হাউসের কর্মীরা এটি কে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেন। দিন দুই আগে বৃষ্টির সময় এই ক্যামেলিয়নটি জলে ভিজে গিয়ে খানিক অসুস্থ হয়ে পড়ে। পাম্প হাউসের কর্মীরা সেটিকে সেবা,শুশ্রূষা করে এবং পোকা, মাকড় খায়িয়ে সুস্থ করে তোলেন। তার পর বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/grs-associations-deputation-at-nodal-office/img-20190820-wa0002/" rel="attachment wp-att-6198">

Next Story