ব্রেকিং নিউজ

জেলার নদীতে,নদীতে ছট পূজোয় চলল সূর্য দেবের আরাধনা। উপচে পড়ল ভীড়।

জেলার নদীতে,নদীতে ছট পূজোয় চলল সূর্য দেবের আরাধনা। উপচে পড়ল ভীড়।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : অাজ শুক্লা ষষ্ঠী। গোধুলী লগ্নে অস্তগামী সূর্যের আরাধনায় মাতলেন জেলার ধর্মপ্রান হিন্দী ভাষাভাষীর মানুষজন।

'ছট' - বা ছটা, অর্থাৎ- সূর্যের রশ্নির আরাধনায় 'ছট' পূজোর মূল বৈশিষ্ট্য। পাশাপাশি, ছটের ব্রতও রাখা হয় এই সময়।কলা,আখ,ঠেকুয়া সহ নানা মরসুমি ফল সুর্য দেবের উদ্দেশ্যে অর্ঘ্য দেওয়া হয় এই পূজোয়।

শহরের দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী সহ জেলার শীলাবতী,কংসাবতী, ও দামোদর প্রভৃতি নানা নদীতে এদিন বিকেলে ছট পূজো উপলক্ষে সুর্যের আরাধনা চলল।

জেলার নদীতে,নদীতে নজরে পড়ল উপচে পড়া ভীড়ও।

আজ ষষ্ঠীর দিন যেমন অস্তগামী সুর্যের আরাধনা করা হল,তেমনি আগামীকাল সপ্তমীর ভোরে উদিয়মান সূর্য কেও অর্ঘ্য নিবেদনের রীতি রয়েছে ছট পূজোয়। চারদিন ধরে চলা ছটের ব্রতের মাধ্যমে সুর্যদেবের পাশাপাশি মা ষষ্ঠীকেও তুষ্ট রাখা হয় বলে কথিত আছে।

ব্রত পালনে পঞ্চমীতে আলন (নুন ছাড়া) ভোজন এবং ষষ্ঠীর দিন নির্জলা উপবাসের বিধান রয়েছে।

সংসারের সুখ,সমৃদ্ধি ও শান্তি এবং বাড়ীর শিশুদের মঙ্গল কামনায় ছট পূজোয় ব্রতী হন ধর্মপ্রান হিন্দুরা।

ছট হল হিন্দুদের অন্যতম প্রধান উৎসব।

#দেখুন ভিডিও।

[embed]

Next Story