১০৯৮ নাম্বারটি আপনার বাড়ীর ছোটোদের কেন মনে রাখা জরুরী ? জানতে পড়ুন এই প্রতিবেদন।

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : শিশুদের সাথে বন্ধুত্ব পাতাতে বিশেষ কর্মসূচী নিয়েছে জেলার চাইল্ড লাইন।শিশু দিবস উপলক্ষে সপ্তাহ ব্যাপী এই বন্ধুত্ব গড়তে জেলার বিভিন্ন এলাকায় শিশুদের নিয়ে পদযাত্রার আয়োজন করছে এই সংস্থা।
ইতিমধ্যেই জেলার সদর শহর থেকে বিষ্ণুপুর,এমনকি জঙ্গল মহলের খাতড়াতেও এমন র্যালীর আয়োজন করা হয়েছে।
মূলত চাইল্ড লাইন শিশুদের আপদে,বিপদে যে সবচেয়ে কাছের বন্ধু এবং ১০৯৮ এই হেল্প লাইনে কল করলেই সাথে,সাথে শিশু যে তার সব সমস্যার কথা শেয়ার করতে পারবে এবং সেই সমস্যার সমাধানও নিমেষে করে ফেলবে চাইল্ড লাইন।
সেই বার্তা পৌঁছে দিতেই এই কর্মসূচী নিয়েছে সংস্থাটি।আর চাইল্ড লাইনের হেল্প লাইন নাম্বার ১০৯৮ এর সাথে শিশুদের পরিচয় ঘটানো এবং এই নাম্বার শিশুরা একে অপরের মধ্যে যেন আদান প্রদান করে সেই বিষয়েও জোর দেওয়া হয় এই কর্মসূচীতে 
শারিরীক, বা মানসিক নিগ্রহ,বাল্য বিবাহের মতো ঘটনায় খবর পেয়েই জেলা চাইল্ড লাইন এগিয়ে এসে বহু সমস্যা মিটিয়েছে জেলায় এমন বহু নজীর রয়েছে।
তাই,ছোটদের এই চার ডিজিটের নাম্বার যেমন মনে রাখা দরকার, তেমনি বড়োরাও এই নাম্বারে ফোন করে, কোন শিশুর বিপদে,আপদে চাইল্ড লাইনের সহায়তা নিতে পারবেন।
তাই ১০৯৮ নাম্বারটি নিজেদের মনে রাখা ও অন্য কে জানানোর আবেদনও রেখেছে চাইল্ড লাইন।





