শহরেরও চালু হল পুষ্টি দিশারী প্রকল্প। আজ ২৫ জন অপুষ্ট শিশুদের জন্য বিলি করা হল পৌষ্টিক কিট।

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলায় শিশুদের অপুষ্টি দূর করতে জেলা প্রশাসন "পুষ্টি দিশারী"– নামে একটি প্রকল্প হাতে নিয়েছে। এবার এই প্রকল্পের আওতায় আনা হল শহর বাঁকুড়াকেও। আজ বাঁকুড়া পৌর এলাকার অপুষ্ট শিশুদের 'পৌষ্টিক কিট ' বিলির মধ্য দিয়ে এই প্রকল্পের সুচনা হল। শহরের ২৫ টি শিশুর মায়েদের হাতে এই কিট তুলে দেওয়া হয়। জিলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মূর্মু,জেলাশাসক ডা:উমাশঙ্কর এস সহ অন্যান্য আধিকারিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জেলা শাসক জানান, এবার প্রতি মাসে শিশুদের পুষ্টির মান জরিপের ব্যবস্থা থাকছে। পুষ্টির মানে ঘাটতি নজরে এলে, সেই ঘাটতি পূরণের জন্য চিকিৎসকদের পরামর্শও মিলবে বিনামূল্যে।
এমনকি প্রশাসন প্রয়োজনে পৌষ্টিক কিট ও সরবরাহ করবে। পাশাপাশি, সভাধিপতি মৃত্যুঞ্জয় বাবু জানান, এই কর্মসূচি সফল করতে জিলা পরিষদও জোরকদমে জেলার গ্রামে গ্রামে কাজ চালাচ্ছে। প্রসঙ্গত,এই পুষ্টি দিশারী প্রকল্পে জেলার কয়েকটি ব্লকে অপুষ্ট শিশুদের দত্তক নিয়ে নজীর গড়েছেন সরকারী অধিকারিকরা।
গ্রামের পাশাপাশি এবার শহরের অপুষ্ট শিশুদের পুষ্টির যোগানেও সমান গুরুত্ব দিতে পৌর এলাকাতেও চালু করা হল এই প্রকল্প।তারই আনুষ্ঠানিক সূচনা হল আজ।
#দেখুন 🎦ভিডিও👇[embed]