ব্রেকিং নিউজ

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা জুড়ে পালিত হল শিশু দিবস।

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা জুড়ে পালিত হল শিশু দিবস।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলা জুড়ে সকাল থেকে দিনভর মহা সমারোহে পালিত হল শিশুদিবস।

চাচা নেহেরুর স্মরণে শহরের বাডিং ব্লুমস প্লে স্কুলের কচি কাঁচারা নাচে,গানে শিশু দিবসের আনন্দে সামিল হয়। পাশাপাশি, বাঁকুড়া জেলা প্রশাসনের উদ্যোগে আজ জেলা জুড়ে শিশুর অধিকার সপ্তাহের সূচনা হল। এই উপলক্ষে এদিন সকালে একটি ট্যাবলোরও উদ্বোধন করেন জেলা শাসক ডাঃ উমা শঙ্কর এস। তিনি নিজে হাতে শিশুদের চকলেটও বিলি করেন। সপ্তাহ ব্যাপী এই ট্যাবলো জেলা পরিক্রমা করবে।

শনিবার শহরের রবীন্দ্র ভবনে শিশুদের নিয়ে অনুষ্ঠানের আয়োজনও থাকছে।

অন্যদিকে, জেলার বিষ্ণুপুরে এদিন শিশু উৎসব ও বইমেলার উদ্বোধনী পদযাত্রার আয়োজন করা হয় শিশুদিবস কে সামনে রেখে।

বিশিষ্ট শিশু সাহিত্যিক ষষ্ঠী পদ চট্টোপাধ্যায় প্রদীপ প্রজ্জ্বলিত করে এই অনুষ্ঠানের সূচনা করেন। স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১২৫ বছর পূর্তিকে সম্মান জানাতে শিশু উৎসবের পদযাত্রায় বিবেকানন্দের ট্যাবলোও নজরে পড়ে। এছাড়াও জেলার চাইল্ড লাইনও শিশু দিবসে পদযাত্রার আয়োজন করে।

#দেখুন ভিডিও।[embed]

Next Story