জঙ্গলমহল খাতড়া

জঙ্গলমহলে শবর পল্লীর কঁচিকাঁচাদের সাথে নিয়ে, শিশু দিবস উৎযাপন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের।

জঙ্গলমহলে শবর পল্লীর কঁচিকাঁচাদের সাথে নিয়ে, শিশু দিবস উৎযাপন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : শহর ছাড়িয়ে জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রাম বড়দার শবর পল্লীর শিশুদের নিয়ে শিশু দিবস পালন করল জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। এখানকার বড়দা শবর পাড়া প্রথমিক বিদ্যালয়ের কঁচিকাঁচাদের সাথে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশু দিবসের আনন্দে মাতলেন প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারপার্সন ডঃ রিঙ্কু বন্দ্যোপাধ্যায়। এদিন, তিনি এই শবর গ্রামে গিয়ে শিশু দিবস উৎযাপনের পাশাপাশি শবর শিশুদের অবিভাবকদের সাথে মত বিনিময়ও করেন। এবং শিশুদের হাতে তুলেদেন উপহারও। রিঙ্কু দেবীকে কাছে পেয়ে আপ্লুত কচিকাঁচারাও। এক সময় এই শবর গ্রামে মাওবাদী উপদ্রবে সামাজিক জীবনযাত্রার স্বাভাবিক ছন্দ শিকেয় উঠেছিল। রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর জঙ্গলমহলে শান্তি ফিরে আসে। পিছিয়ে পড়া শবর পাড়ায় আসে শিক্ষার আলো। শিক্ষা থেকে শত যোজন দূরে থাকা শবর পল্লীর কঁচিকঁচাদের এই প্রথম প্রজন্ম যারা নিয়মিত স্কুলের আঙ্গিনায় এসে পাঠ নিচ্ছে। আর শবর শিশুদের এই স্কুলে পড়ার রোজ নামচা দেখে খুশী তাদের মায়েরাও। আজ, শিশু দিবসে সেই শিশুদের সাথে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ার পার্সন রিঙ্কু দেবী, জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) জগবন্ধু বন্দ্যোপাধ্যায়, স্থানীয় আবর বিদ্যালয় পরিদর্শক সহ শিক্ষা দপ্তরের আধিকারিকরা নানা অনুষ্ঠানে অংশ নেওয়ায় এখন খুশীয়ালী হাওয়া এই শবর পল্লীতে।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/today-the-people-of-the-muslim-community-of-the-district-celebrated-the-bishwa-nabi-dibas/img-20191104-wa0003-2/" rel="attachment wp-att-7068">

Next Story