ব্রেকিং নিউজ

জিঘাটির দেশুড়িয়াতে পুকুরে তল্লাশি সিভিল ডিফেন্সের, তবুও মিলল না নিখোঁজ ব্যক্তির সন্ধান।

জিঘাটির দেশুড়িয়াতে পুকুরে তল্লাশি সিভিল ডিফেন্সের, তবুও মিলল না নিখোঁজ ব্যক্তির সন্ধান।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : পুকুরে সিভিল ডিফেন্স টিমের তল্লাসির পরো খোঁজ মেলেনি বুধবার বিকেলের পর থেকেই নিখোঁজ হওয়া বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার দেশুড়িয়া গ্রামের বাসিন্দা শুকুল লাইয়ের। বছর পঞ্চাশের ওই ব্যক্তির খোঁজে বৃহস্পতিবার স্থানীয় পুকুরে স্পীড বোট নিয়ে তল্লাশি চালায় সিভিল ডিফেন্স।কিন্তু সেখানে কোনও রকম সন্ধান পাওয়া যায়নি।জানা গেছে,বুধবার বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিলেন শুকুল লাই। কিন্তু রাত গড়ালেও তিনি আর বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার সকালে গ্রামের লায়েকবাঁধ নামে বিশাল এক পুকুরের পাড়ে তার সাইকেল,চটি ও মোবাইলটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এবং তা দেখে স্থানীয়দের সন্দেহ হয় পুকুরের জলে ডুবে গিয়েছেন।ওই ব্যক্তি।

এর পর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বাঁকুড়া জেলা সিভিল ডিফেন্সের ৯ জনের একটি দল গিয়ে নিখোঁজের সন্ধানে শুরু করে তল্লাশি। পুকুরে বোট নামিয়ে এমনকি সিভিল ডিফেন্স কর্মীরা নিজেরা জলে নেমেও খোঁজ চালান।কিন্তু ওই ব্যক্তির কোনও রকম সন্ধান পাওয়া যায়নি। গোটা ঘটনায় উদ্বিগ্ন পরিবার থানায় একটি মিসিং ডাইরিও করেন। রহস্যজনক ভাবে নিখোঁজের এই ঘটনা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে এলাকায়।

Next Story