সভা,সমিতি,অনুষ্ঠান

নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে খরা ঠেকাতে জল সংরক্ষণের পাঠ ওন্দার বীরবাঁধ গ্রামে।

নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে খরা ঠেকাতে জল সংরক্ষণের পাঠ ওন্দার বীরবাঁধ গ্রামে।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ফি বছর সুখা মরসুমে জলের টান বাঁকুড়ার গ্রাম গুলিতে স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটায়। অনেক ক্ষেত্রেই জলের অভাবে খরা পরিস্থিতির সৃষ্টি হয়। অথচ,আমরা ইচ্ছে করলে বৃষ্টির জল,গ্রামের পুকুরের জল অতি সহজেই সংরক্ষণ করে সমস্যা মেটাতে পারি। তা গ্রামের আম বাসিন্দাদের অনেকেরই অজানা।তাই, গ্রামে,গ্রামে জল সংরক্ষণের পাঠ দিতে এগিয়ে এসেছে কেন্দ্রীয় সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রকের অধীনস্থ সংস্থা নেহেরু যুব কেন্দ্র। বাঁকুড়ার ওন্দা ব্লকের বীরবাঁধ মাতৃ বন্দনা সংঘ গ্রামের বাসিন্দাদের মধ্যে জল সংরক্ষণের বিষয়ে সচেতনতা গড় তুলতে রবিবার বিকেলে একটি সেমিনারের আয়োজন করে।

এই সেমিনারে জল সংরক্ষণের নানা দিক তুলে ধরেন বিশেষজ্ঞরা।এই সেমিনারে বক্তব্য রাখেন,অধ্যাপক বুদ্ধদেব চট্টোপাধ্যায়, ভুগোলের শিক্ষক তাপস গরাই প্রমুখ। সেমিনারে গ্রামের প্রায় শতাধিক বাসিন্দা অংশ নেন।বক্তারা বৃষ্টির জল বাড়ীর ছাদে সংরক্ষণ করে জলের চাহিদা মেটানোর নানা উপায় বাতলে দেন এদিন।

👁️‍🗨️দেখুন 🎦ভিডিও। 👇


Next Story