Home > শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন > বিজ্ঞপ্তি > শহরের নতুনগঞ্জ এলাকায় টোটোতে ফেলে আসা ব্যাগ ও গুরুত্বপূর্ণ ফাইলে ফেরানোর অনুরোধ।
শহরের নতুনগঞ্জ এলাকায় টোটোতে ফেলে আসা ব্যাগ ও গুরুত্বপূর্ণ ফাইলে ফেরানোর অনুরোধ।
BY Admin15 Feb 2024 7:37 AM GMT
X
Admin15 Feb 2024 7:37 AM GMT
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : গতকাল ১৪ ই ফেব্রুয়ারী'২৪, বাঁকুড়া পুর শহরের রাসতলায় আনুমানিক বিকেল ৫ টা নাগাদ একটি টোটোতে চড়েন হাওড়া জেলার দেউলি শ্যামপুর এলাকার বাসিন্দা জয়ন্ত ঘোষ এবং ওনার দাদা। রাসতলা মোড় থেকে টোটো ধরেন এনারা। এবং নতুনগঞ্জের ধর্মশালার কাছে নামার সময় তাড়াহুড়োয় টোটোতে একটি সাদা- কালো রংয়ের ব্যাগ টোটোর মধ্যে ফেলে আসেন। ওই ব্যাগের মধ্যে একটা নীল রংয়ের ফাইলও আছে।যার মধ্যে ভোটার কার্ড,মাধ্যমিকের এডমিড কার্ড,উচ্চমাধ্যমিকের মার্কশীট এবং অন্যন্য গুরুত্বপূর্ণ কাগজপত্র আছে।
এছাড়া ব্যাগে কয়েকটি জামাকাপড়ও আছে। এই ব্যাগটির কোন সন্ধান পেলে নীচের ঠিকানা ও মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।
নাম: জয়ন্ত ঘোষ
ঠিকানা: দেউলি,শ্যামপুর,হাওড়া
মোবাইল নাম্বার : 9647181189
কিংবা সরাসরি বাঁকুড়া২৪x৭ এর যোগাযোগ নাম্বার 9434047119 জানাতে পারেন।
Next Story