বাঁকুড়া জেলায় সংবাদ মাধ্যমে কাজের সুযোগ।
কর্মখালি : বাঁকুড়া জেলায় সংবাদ মাধ্যমে কাজের সুযোগ।শীঘ্রই আসছে জেলার সর্ব প্রথম মাল্টি প্লাটফর্ম ২৪ ঘন্টার ক্লাউড নিউজ টিভি চ্যানেল।আপনিও যুক্ত হতে পারেন আমাদের সাথে। ঝরঝরে বাংলা বলতে ও লিখতে পারার ক্ষমতা,ক্যামেরার সামনে লাইভ চ্যাটে সাবলীল,এবং গুছিয়ে খবর লেখার দক্ষতা থাকলেই হবে। পুরুষ ও মহিলা যে কেও আমাদের চ্যানেলে শিক্ষানবিশ নিউজ রিপোর্টার হিসেবে যুক্ত হতে পারেন। এছাড়া মোবাইল সংবাদ প্রতিনিধি হিসেবে বাঁকুড়া জেলার প্রতি বিধানসভা ভিত্তিক কাজের সুযোগ রয়েছে। বিধানসভার সদর শহরের বাসিন্দা হলে অগ্রাধিকার পাবেন।
পাশাপাশি,কেবলমাত্র বাঁকুড়া পুর শহরের বাসিন্দা এমন পুরুষ ও মহিলারা সংবাদ পাঠক / সংবাদ পাঠিকা হিসেবে পার্ট টাইম কাজ করতে পারেন।আর রয়েছে শিক্ষানবিশ কপি রাইটার, সাব এডিটার এবং বুলেটিন প্রোডিউসার হিসেবে কাজের সুযোগ। নিজেকে উপযুক্ত মনে করলে নিচের মেল আইডিতে আপনার বায়োডাটা পাঠান। ৫ দিনের মধ্যে।
Mail id :