জেলার জঙ্গল মহলের নিরাপত্তায় এবার সিসি টিভি বসানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর।

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলার জঙ্গল মহলে নজরদারি বাড়াতে এবার সিসি টিভি বসানোর নিদান দিলেন মুখ্যমন্ত্রী। মূলত আন্তঃ রাজ্য এবং আন্তঃ জেলার সীমানাবর্তী এলাকা এই নজরদারির অধীন থাকছে। জেলার ঝাড়গ্রামের সীমানাবর্তী এলাকা ও ঝাড়খন্ডের সীমানাবর্তী অঞ্চলে এই ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেন তিনি।
বুধবার বিকেলে শহরের রবীন্দ্রভবনে জেলার প্রশাসনিক বৈঠকে জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও কে এই নির্দেশ দেন তিনি।
প্রসঙ্গত,রাজ্যের জঙ্গল মহলের বিভিন্ন মাও প্রবন এলাকা জুড়ে যে করিডর রয়েছে, তা,জেলার রানীবাঁধ,সারেঙ্গা,বারিকুল,রাইপুরের থানা এলাকায় পড়ে। একসময় এই সব এলাকায় মাওবাদীরা অতি সক্রিয় ছিল।
বর্তমানে তাদের আগের মতো নাশকতার কাজে সক্রিয়তায় ভাটা পড়লেও সম্প্রতি লোকসভার ভোটকে সামনে রেখে ফের মাওবাদীদের আনাগোনা এই করিডর দিয়ে শুরু হয়েছে বলে খবর। তাই মাওবাদীদের ঠেকাতে নিয়মিত নাকা চেকিং, সীমানাবর্তী এলাকায় বিশেষ পুলিশি নজরদারীর ওপর জোর দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
#দেখুন ভিডিও।
[embed]