জঙ্গলমহল খাতড়া

আসন্ন পুরভোটে বাম ও কংগ্রেসের মধ্যে জোট গড়ে লড়াইয়ের পক্ষেই সওয়াল করলেন কংগ্রেস নেতা নেপাল মাহাতো।

আসন্ন পুরভোটে বাম ও কংগ্রেসের মধ্যে জোট গড়ে লড়াইয়ের পক্ষেই সওয়াল করলেন কংগ্রেস নেতা নেপাল মাহাতো।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (সঞ্জয় ঘটক, সারেঙ্গা) : তৃণমূলের সিএএ ও এনআরসি ইস্যুতে সারেঙ্গায় রাজনৈতিক কর্মসূচির চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই একই ইস্যুতে প্রকাশ্য সভা করে জঙ্গল মহলে তাদের উপস্থিতির জানান দিল জাতীয় কংগ্রেস। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জঙ্গল মহলের বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা রাজ্যের বিধান সভার উপ বিরোধী দলনেতা নেপাল মাহাতো। এদিন সিএএ ও এনআরসি ইস্যুতে বিজেপিকে তুলোধুনো করার পাশাপাশি, তিনি আসন্ন পুরভোটে বিজেপি ও তৃণমূল কে ঠেকাতে বাম ও ধর্ম নিরপেক্ষ অন্যান দলের সাথে কংগ্রেসের জোট গড়াই একমাত্র উপায় বলে মনে করেন। তিনি বলেন, গত লোকসভাতে এই জোট না হওয়ায় প্রচুর কংগ্রেসের ভোট বিজেপির ঝুলি ভরিয়েছিল। সেই থেকে শিক্ষা নিয়ে নেপাল বাবুর মতো রাজনৈতিক বোদ্ধা এই জোট গড়ার পক্ষে জোর সওয়াল করছেন। তিনি বলেন ওপর তলার নেতাদের দিকে তাকিয়ে না থেকে নিচু তলার কর্মীদের সাথে আলোচনা করে স্থানীয় স্তর থেকেই জেলা সভাপতিরা নিজেদের মধ্যে আসন সমঝোতা করে জোটের প্রার্থী খাড়া করলে রাজ্যের বেশ কিছু পুরসভার ফল পাল্টে যাবে বলেও মনে করেন তিনি। শনিবার সারেঙ্গা,বাজারে কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে এসে সাংবাদিকদের কাছে জোটের পক্ষে সওয়াল করলেন নেপাল মাহাতো।

#দেখুন 🎦 ভিডিও।👇[embed] href="https://www.bankura24x7.com/mass-beaten-at-lokepur/img-20190819-wa0061-2/" rel="attachment wp-att-6798">

Next Story