জঙ্গলমহল খাতড়া

করোনা মোকাবিলায় সারেঙ্গা বাজারে জীবানু নাশক স্প্রে করতে কোমর বেঁধে নামলেন স্থানীয়রা।

করোনা মোকাবিলায় সারেঙ্গা বাজারে জীবানু নাশক স্প্রে করতে কোমর বেঁধে নামলেন স্থানীয়রা।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (সঞ্জয় ঘটক,সারেঙ্গা): করোনা মোকাবিলায় এবার নিজেদের বাজার জীবানু মুক্ত করতে কোমর বেঁধে নেমে পড়লেন গ্রামের সমাজকর্মীরা। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সহায়তায় গ্রামের যুককরা এদিন এলাকার বাজার পরিষ্কার, পরিচ্ছন্ন করার পাশাপাশি জীবানু মুক্ত তরল স্প্রে করেন। করোনা আতঙ্কের আবহে এমন।উদ্যোগ চোখে পড়ল জেলার জঙ্গল মহলের সারেঙ্গায়। কয়েক ঘন্টার প্রয়াসে সারা সারেঙ্গা বাজার ধুয়ে, মুছে জীবানু নাশক স্প্রে করে এলাকায় পরিবেশ নির্মল করার কাজে এলাকার বাসিন্দারা স্বেচ্ছায় এদিন যোগ দেন বলেও দাবী করেছেন এ-ই কর্মসূচির অন্যতম উদ্যোক্তা শান্তি সরেন। তিনি বলেন তাদের এ-ই কাজে সহায়তা করেছে স্থানীয় পঞ্চায়েতও।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/the-deceased-mother-and-her-two-year-old-son-and-12-passengers-were-injured-when-a-passenger-bus-overturned-in-baguli-barjora/img-20200304-wa0034/" rel="attachment wp-att-8257">

Next Story