জঙ্গলমহল খাতড়া

করোনা আতঙ্কে রাজ্যে স্কুল,কলেজ বন্ধ, অথচ,শুনুকপাহাড়ীতে হাজার,হাজার মানুষ আর গবাদি পশুর ভীড়ে হাট চলছে রমরমিয়ে।

করোনা আতঙ্কে রাজ্যে স্কুল,কলেজ বন্ধ, অথচ,শুনুকপাহাড়ীতে হাজার,হাজার মানুষ আর গবাদি পশুর ভীড়ে হাট চলছে রমরমিয়ে।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : করোনা ভাইরাস আতঙ্কে রাজ্য জুড়ে স্কুল,কলেজ,শপিং মল বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার অথচ করোনার সতর্কতা কে বুড়ো আঙ্গুল দেখিয়ে বাঁকুড়ার শুনুকপাহাড়ীতে চলছে হাজার,হাজার গবাদি পশু ও মানুষের সমাগমে গবাদি পশু অর্থাৎ গরুর হাট। এশিয়ার অন্যতম বৃহত্তম এই গবাদি পশুর হাটে হাজার,হাজার মানুষ যেমন ভীড়ের পাশাপাশি হাজার হাজার গরু,ছাগল, ভেঁড়া সহ গবাদি পশুর জমায়েত থেকে করোনা ভাইরাস ছড়ানোর আশঙ্কা রয়েছে। এই হাটে মূর্শিদাবাদ,মালদহ, জেলার পাশাপাশি বেনাপোল,পেট্রাপোল দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশ থেকেও গরু পাইকাররা যেমন গরু কিনতে আসেন তেমনি, বিহার,ঝাড়খণ্ড থেকেও আসেন অনেকে। প্রতি সোমবার বসে এই হাট।প্রচুর লোক এবং গবাদি পশুর জমায়েত হলেও করোনার সতর্কতা মূলক কোনো ব্যবস্থা করেনি জেলা প্রশাসন। ফলে আতঙ্কের মধ্যেই হাটে বেচা,কেনা চালাচ্ছেন ক্রেতা ও বিক্রেতারা। সরকার এই হাট থেকে মোটা টাকার কর আদায় করলেও এই হাট স্থলের পরিবেশ দূষণ ঠেকাতে উদাসীন বলে ক্ষোভও রয়েছে হাটের ব্যাপারীদের। তার চান সরকার জীবানু নাশক স্প্রে করুক। এবং মেডিকেল ক্যাম্প বসিয়ে পরীক্ষা করা হোক সকলকে।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/this-time-sweet-retailers-will-also-have-to-put-the-manufacturing-date-best-beef-tag-on-showcase-directive-food-safety-and-standards-authority-unwilling-traders-to-comply/img-20190819-wa0061-3/" rel="attachment wp-att-8224">

Next Story